কিভাবে নিজের ফেসবুক আ্যকাউন্ট কে হ্যাকার দের হাত থেকে বাচাবেন?6 টিপস | Techno Rana 360
আমরা সবাই Facebook করি। কিন্তু আমাদের অনেকেরই Facebook Account Hack হয়ে যায়। hack হবার ফলে আমাদের অনেক Problem এর মধ্যে পড়তে হয়। hackers রা অপেক্ষা করে থাকে আপনি একটু অসতর্ক হলেই আপনার প্রিয় Facebook Account টা hack করে নেয়।
Hack হয় সাধারণ ভাবে আমাদের নিজেদের ভুলেই।
চলুন আজ দেখে নেবো কি ভাবে Facebook Account Hack হওয়া থেকে রক্ষা করবো
যে জিনিস গুলো আজ বলবো সেগুলো ভুলেও কখনো করবেন না।
_____________________________________________●1.
আমরা অনেকেই Facebook Password নিজের নাম রাখি ,ফোন নম্বর ,জন্ম তারিখ রাখি । কিন্তু এই ধরনের Password কখনো রাখা উচিৎ না। কারণ যারা আপনাকে চেনে আপনার এই Details গুলো যানে তারা সহজেই আপনার Facebook Account Hack করে ফেলবে।
_____________________________________________
●2.
অনেকেই দেখবেন আপনাকে Msg করে কিছু link Send করছে । সেখানে লিখে দিচ্ছে এই link এ click করে facebook log in করলে আপনি ফ্রি তে 20 টাকা Recharge পাবেন বা এই ধরনের কিছু লিখে পাঠায়। আর আপনি সেই লোভে পরে সেখানে click করে log in করেন । আর Log in করার সাথে সাথেই আপনার Account Hack হয় যায়।আর আপনি বুঝতেও পারেন না।
_____________________________________________
●3.
আমরা অনেক সময় অন্যকারো ফোন থেকে বা কমপিউটার থেকে আমাদের Facebook Account Log in করি কোনো কারণবশত ।
সেখানে যখন log in করি তখন অনেক সময় Remember Password এ click করে দি। কাজ মিটে গেলে log out করে দি । কিন্তু log out করার পরেও সেই ফোন বা কমপিউটার থেকে পরে ওই Account টি log in করা যায়। কারন Pasword টি ওখানে Save হয়ে থাকে।
তাই যখন অন্য কোনো ফোন থেকে log in করবেন Remember Password টি এরিয়ে যাবেন। Not Now করে দেবেন।
_____________________________________________
●4.
নাম,ফোন নম্বর এই সব Password না রেখে Strong Password রাখুন।
Ex: Name@1p ,,, 1&qfc& ,,, #@?APC
এই ধরনের Password use করুন।
_____________________________________________
●5.
Facebook এ কোনো আকর্ষণীয় Post বা Adult pic বা ভিডিও দেখে সেই link টাকে ভালো করে Follow না করে সেই link এ click করবেন না।
_____________________________________________
●6
আপনাদের সমস্ত Site এর Password একই রাখবেন না। Facebook Password 2 মাস পরপর Change করুন।
_______________________________________________________________________________________________________________________________________
_______________________________________________________________________________________________________________________________________
কিভাবে নিজের ফেসবুক আ্যকাউন্ট কে হ্যাকার দের হাত থেকে বাচাবেন?6 টিপস
4/
5
Oleh
Puja Chakraborty