VPN খুবই ছোট একটা শব্দ । কিন্তু ছোট হলেও এর একটি মানে আছে।
V= Virtual,
P= Private,
N= Network,
অর্থাৎ, VPN মানে হচ্ছে Virtual Private Network। বাংলায় যদি বলি তবে VPN হচ্ছে এমন একটা ব্যাবস্থা যার মাধ্যমে আপনি সম্পূর্ণ Internet জগৎ এ নিজের পরিচয় আড়াল করে চলতে পারবেন।
এটার (VPN)কাজ কি?
VPN দিয়ে অাপনি অাপনার IP address change করে অন্য একটা IP address দিয়ে Internet চালাতে পারবেন।
যার ফলে কেউ আপনার আসল পরিচয় বা আপনি কোথা থেকে Internet চালাচ্ছেন জানতে পারবে না ।
যে সকল Website এ আপনার প্রবেশে বাধা সেগুলি VPN ব্যাবহার করে সহজেই ঘুরে আসতে পারবেন।
এই যে “Hacker ” যারা কিনা Cyber জগৎ এর নেতা তারাও সবাই নিজেদের আড়াল করার জন্য VPN ব্যাবহার করে থাকে ।
কাল্পনিক ‘Tunnel’ যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। এই ‘Tunnel’ বা বাস্তবে সুড়ঙ্গের কোনো সংযুক্ত নেই, কিন্তু এটি একটি কাল্পনিক Private Network বোঝানো হয়েছে।যেটি দিয়ে Internet এ নিরাপদে তথ্য পাঠানো যায়। Internet মূলত উন্মুক্ত তথ্য আদান প্রদানের জায়গা। যেহেতু এটি Public Network অর্থাৎ, পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে সরাসরি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি আছে। এই ঝুঁকি এড়ানোর জন্য Internet ব্যবহার করে নিজের ব্যক্তিগত বা প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতিই হল VPN। এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং Private Network কে সংযুক্ত করার জন্য Internet এ একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরী হয়।
VPN কেমন?
এটা মূলত একটি Software যা আপনি মোবাইল বা কম্পিউটারে ব্যাবহার করতে পারবেন। সফটওয়ারটির মাধ্যমে আপনি ভারতে বসে আমেরিকা সিলেক্ট করে গুগলকে বোকা বানাতে পারবেন ।
অর্থাৎ Google তথা পুরো Internet জগৎ জানবে আপনি আমেরিকা থেকে নেট চালাচ্ছেন আসলে কিন্তু আপনি ভারতে ।
এক এক কোম্পানির vpn এক এক নামে পরিচিত।
VPN- ব্যাবহারের এর সুবিধা কি কি?
1.. VPN ব্যাবহার করলে আপনার অবস্থান অর্থাৎ আপনার Location কেউ ট্র্যাক করতে পারবে না।
2... VPN ব্যাবহার করার ফলে আপনি ডাটা নিরাপদে আদান প্রদান করতে পারছেন।
3...IP address (Internet Protocol Address) হাইড করে রাখে। অর্থাৎ, হ্যাকারদের কবোলে পড়ার সম্ভাবনা নেই।
4...আপনার Internet সেবা প্রদানকারী আইপিএস থেকে নেটের ফুল স্পিড পাবেন।
5...VPN দিয়ে আপনি আইএসপি তে Block করা site ভিজিট করতে পারবেন। যেমন ধরুন, যদি ইউটিউব আমাদের দেশে বন্ধ করে দেয়া হয়, তাহলেও আপনি VPN ব্যবহার করে ইউটিউবে ঢুকতে পারবেন।
6...এটি নিরাপদ যোগাযোগ এবং ডাটা encrypt করার একটি পদ্ধতি হিসেবে কাজে লাগে। মানে VPN আপনার মেশিনকে একটি ভার্চুয়াল Network এর সঙ্গে সংযুক্ত করতে পারে এবং আপনার পাঠানো সব Data দ্রুততার সাথে encrypt করে ফেলে অর্থাৎ public domain থেকে লুকিয়ে রাখে এবং এটা আপনার browsing history-র কোনো ট্র্যাক রাখে না। কাজেই আপনি Online এ পুরোপুরি নিরাপদ।
VPN ব্যবহারে অসুবিধা কি?
এর প্রধান অসুবিধা হচ্ছে এটি আপনাকে টরেন্ট ফাইল Download এর সুবিধা দেবে না এবং এটি সম্পূর্ণ Internet এর উপর নির্ভর করে।
VPN সার্ভিস ফ্রি কিংবা প্রিমিয়াম হতে পারে। মানে VPN আপনি Free তেও পাবেন যদিও
অধিকাংশ VPN সার্ভিসের ক্ষেত্রেই টাকা লাগে। তবে কিছু জনপ্রিয় Free VPN সার্ভিস রয়েছে, যা দিয়ে আপনি প্রিমিয়ামের কাছাকাছি সুবিধা পাবেন।
যেমনঃ- Openvpn Pro, ProXPN, Hotspot Shield, Cybershost, SecurityKiss, SpotFlux ইত্যাদি।
VPN কি?? VPN সম্পর্কে জানুন ।
4/
5
Oleh
Puja Chakraborty