মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে কি নিয়ে পড়াশোনা করবেন??
আমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয় যে মাধ্যমিক এর পরে কি নিয়ে পড়াশোনা করবো ।
বাড়িতে বাবা বলেন এটা নিয়ে পড়াশোনা করো কিন্তু মা বলেন ওটা নিয়ে পড়লে ভালো হবে কিংবা বাড়ির এক একজন মানুষ এক এরকম কথা বলেন । আর এই এত মানুষের এত সিদ্ধান্ত এর মাঝে আমরা নিজেরাই ঠিক করে উঠতে পারি না আমরা কি নিয়ে পড়াশোনা করবো ।শেষে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি ।
এটা হয় মাধ্যমিক পরীক্ষা হবার পড়ে কিন্তু রেজাল্ট বেরোবার আগে ।
এবার রেজাল্ট বেরোবার ঠিক পড়ে দেখা যায় আগে যা সিদ্ধান্ত নিয়েছিলাম সব নষ্ট হয়ে যায় ।কারণ যে বিষয় নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত হয়েছিল দেখা যায় সেই বিষয়ে নম্বর ভালো হয় নি । ব্যাস ,এবার কেউ বলেন এতে তো ভালো নম্বর পাশ নি ,তাহলে এটা নিয়ে পড়াশোনা করে লাভ নেই । এই ভাবে আবারও সবাই সবার মন্তব্য দেওয়া শুরু করেন।
কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এমন সিদ্ধান্ত তে এসে পৌছায় অর্থাৎ এমন বিষয় নিয়ে পড়াশোনা করতে যাই ,যেই বিষয়ে বেশি নম্বর আছে । আবার আমরা অনেকেই যে বিষয়ে বেশি নম্বর পাই সেই বিষয় নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়ে ফেলি নিজেরাই ।
তাহলে প্রশ্ন হলো আসলে আমাদের কোন সিদ্ধান্ত নেওয়া উচিৎ ?? কি নিয়ে পড়াশোনা করা উচিৎ??
যে বিষয়ে বেশি নম্বর পেয়েছি সেই বিষয়ে??নাকি বাড়ির লোকজন তাদের সপ্ন অর্থাৎ তারা যেটা চাইছেন সেই বিষয়ে নিয়ে ??
এখানে আসলে কোনোটাই ঠিক না । দেখুন বাড়ির লোক আপনার ভালো চায় । ওনারা আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চায় ।আপনার উন্নতি দেখতে চায় । তাই ওনারা যে সিদ্ধান্ত ভেবেছেন সেটা খারাপ হতে পারে না কোনোদিন ।
কিন্তু কোনো সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই আপনাকে আপনার সিদ্ধান্ত আগে ভাবতে হবে ।আপনি কি চান ??আপনি কি নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন?আপনার আগ্রহ কিসের উপর ?আপনি ভবিষ্যতে কি করতে চান??
ধরুন আপনার সপ্ন আপনি Bank Manager হবেন । তাহলে আপনি যদি ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তাহলে কি আপনি Bank Manager হতে পারবেন??
আবার ধরুন আপনার Bank Manager হবার ইচ্ছা কিন্তু আপনার মাথায় হিসাবপএ একেবারেই ডোকে না । কিন্তু ইতিহাসে আপনি খুব ভালো এবং আপনার খুব পছন্দের বিষয়।
তাহলে এখানে আপনি কি করবেন??
এখানে আপনার ইচ্ছা টাকে পালটে ফেলুন কারণ আপনি জানেন ওই ইচ্ছা টাকে পূরণ করতে গেলে যা যা করনীয় সেটা আমি ঠিক পারি নি বা ভালো লাগে না ।
তাহলে আপনি তখন ইতিহাস নিয়ে পড়ুন কারণ ওটাকে আপনি ভালোবাসেন । তারপর দেখুন ইতিহাস নিয়ে পড়লে জীবনে কোন পথে এগোনো যায় আর সেই পথ টাকেই নিজের সপ্ন বা ইচ্ছা তে পরিনত করুন ।
আপনি Bank Manager হবার জন্য Commarce নিয়ে পড়তে পারেন ভালো না লাগা সত্যেও । কিন্তু আপনি সেখানে বেশি উন্নতি করতে পারবেন না । কিন্তু আপনার ভালো লাগার বিষয় নিয়ে যদি আপনি পড়াশোনা করেন তাতে আপনি জীবনে বেশি উন্নতি করতে পারবেন ।
তাহলে কি নিয়ে পড়াশোনা করবেন সেটা অন্য কেউ আপনাকে বলে দেবে না ।এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে । আগে ভাবুন আপনি কোন বিষয় টাকে ভালোবাসেন , কোন বিষয় সম্পর্কে আপনার বেশি আগ্রহ। সেই বিষয় টাকেই জীবনে বেচে নিন । আর সেই বিষয়ের উপর ভিত্তি করেই আপনার ভবিষ্যৎ এর পরিকল্পনা করুন ।
Note:: আর যেকোনো সিদ্ধান্ত নেবার আগে বাড়ির লোকের সাথে অবশ্যই আলোচনা করুন । কারণ আমরা অনেক সময় না বুঝে ভুল সিদ্ধান্ত কে ঠিক বলে মনে করি । শুধুমাএ আমাদের না এটা বাড়ির বড়োদের ও হয়ে থাকে । তাই আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ ।
আপনার বাড়ির লোক যেটা চাইছেন সেটা আপনি চাইছেন না । তাহলে তাদের বুঝিয়ে বলুন আপনি কেন চাইছেন না ,আপনার ইচ্ছা কি, আপনার ভবিষ্যৎ এর প্ল্যান কি এইসব ।
এর ফলে ওনাদের ভুল ভেঙে যাবে হয়তো বা আপনার ভুল ভেঙে যাবে । কিন্তু যে সিদ্ধান্ত টা তখন নেওয়া হবে সেটা আপনার জন্য Best হবে ।
◆পোস্ট টা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন । আর আপনি যদি নতুন নতুন কিছু শিখতে চান বা জানতে চান তাহলে আমাদের ফলো করুন নিচে আপনার Email Id Submit করে ।
মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে কি বিষয় নিয়ে পড়াশোনা করবেন??
4/
5
Oleh
Puja Chakraborty